সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে অনুষ্ঠান।
Md Amdadul Haque || 30-Sep-2022 || 490 Last Updated: 30-09-2022 04:24 AM
আলহামদুলিল্লাহ,সিরাতুন নবী (সাঃ) উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , দারুল আজহার মডেল মাদরাসা, দক্ষিনখান ক্যাম্পাসের সম্মানিত পরিচালক, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল,শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ।
প্রতিযোগিতার বিষয় সমূহ ছিল ঃ
১/হযরত মুহাম্মদ( সাঃ) সম্পর্কে কুইজ প্রতিযোগিতা।
২/ইসলামী সংগীত।
৩/কেরাত প্রতিযোগিতা।
৪। বক্তব্য।
৫/কবিতা আবৃতি।
৬/চিত্রাংকন।
দারুল আজহার মডেল মাদরাসা,দক্ষিনখান ক্যাম্পাস এর পক্ষ থেকে প্রায় ১৫০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার প্রদান করা হয়।