সিরাতুননবী(সাঃ) প্রতিযোগিতার পুরষ্কার

Md Amdadul Haque || 15-Oct-2022 || 599 Last Updated: 15-10-2022 11:02 AM

আলহামদুলিল্লাহ, দারুল আজহার মডেল মাদরাসা, দক্ষিণ খান ক্যাম্পাসের দশম শ্রেণির ছাত্র মিশকাতুল আনোয়ার  ও অষ্টম শ্রেণির ছাত্র মাহাদীর রহমান বৃহত্তর উত্তরার সিরাতুননবী (সাঃ)কমিটি আয়োজিত প্রতিযোগিতায় ৪র্থ তম পুরষ্কার পায়। উক্ত প্রতিযোগিতায় রাজউক কলেজ, উত্তরা কলেজ, নবাব হাবিবুল্লাহ কলেজ, বায়তুসসালাম মাদরাসা, দারুস সালাম মাদরাসা, দক্ষিনখান দারুল উলুম মাদ্রাসাসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।